শিক্ষার্থীদের সড়কে অবস্থান, দীর্ঘ যানজট নিউমার্কেটে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীর্ঘ যানজট নিউমার্কেটে

দীর্ঘ যানজট নিউমার্কেটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে নিউমার্কেট সড়কে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার পর রাজধানীর সাইন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দেখা দেয় দীর্ঘ যানজট।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকা কলেজের ভেতরে এসে জড়ো হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা গড়াতেই বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। এরপর দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা এক হয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থাকাসহ তিন দফা দাবিতে বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা।