‘দানা’র প্রভাবে বরিশালে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও দুপুরের পর থেকে গুঁড়িগুঁড়ি ও মুষলধারে বৃষ্টি শুরু হয়।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে বাতাসের গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত জেলায় ৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বিকেলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার তীব্রতা আরও বাড়তে পারে।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে প্রতিটি কেন্দ্রে ৫০০ জন করে মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া ৭৯৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ১৫০০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও দুর্যোগকালে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ সহায়তা হিসেবে ১২ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে ৫ লাখ টাকা শিশু খাদ্যের জন্য ও ৫ লাখ টাকা গো-খাদ্যের জন্য। মজুদ রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। যেকোনো জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।