ওয়ার্কশপে গাড়ির মালিককে হত্যা, চাঁদপুর থেকে আসামি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগ থানার ঝিলপাড় জামে মসজিদ এলাকায় অটো মোবাইল ওয়ার্কশপে চাঞ্চল্যকর সোহেল মিয়া (৩৮) হত্যা মামলার প্রধান আসামি মোঃ নাসিরুজ্জামান রুবেলকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল চাঁদপুরের হাজীগঞ্জ থেকে এক যৌথ অভিযানে র‍্যাব-৩ ও র‍্যাব-১১ তাকে গ্রেফতার করে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ শামীম হোসেন।

তিনি বলেন, গত ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে ঝিলপাড় জামে মসজিদ সংলগ্ন এসএসও অটো মোবাইলস্ ওয়ার্কশপে মেরামত করতে যান ভুক্তভোগী সোহেল মিয়া (৩৮)। গাড়ির মালিক সোহেলের কাছে দুই লাখ টাকার বিষয়ে আদায়ের জেরে বাকবিতন্ডার এক পর্যায়ে আসামি নাসিরুজ্জামান (৪২) মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্য নিহতের লাশ যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের উপরে ফেলে রেখে চলে আসে। পরবর্তীতে হানিফ ফ্লাইওভার থেকে গত ১ নভেম্বর ভোরে লাশ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে পুলিশ।

বিজ্ঞাপন

এই ঘটনায় নিহতের স্ত্রী শারমিন সুলতানা বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকে গ্রেফতারকৃত আসামি স্থান পরিবর্তন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।