ভ্যানচালককে ছুরিকাঘাত করে লুট করা সিগারেটসহ গ্রেফতার ২
চট্টগ্রামে নগরীর বোস্তামী এলাকায় ভ্যানচালককে ছুরিঘাত করে লুণ্ঠন করা ৭২ কার্টন মেরিস সিগারেট একদিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ। পাশাপশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে বায়েজিদের পশ্চিম শহীদনগর এলাকায় থেকে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলেন- ২৬ বছর বয়সী মো. ইউসুফ ও ২২ বছর বয়সী রবিউল হাসান প্রকাশ রবিন।
পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে নিজ প্রতিষ্ঠান থেকে ১০০ কার্টনভর্তি ২ হাজার প্যাকেট মেরিস সিগারেট ভ্যানগাড়িতে নিয়ে চালক মোহাম্মদ সিয়াম বায়েজিদের চন্দ্রনগর এলাকার দিকে রওনা দেন। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে চা-বোর্ডের বিপরীত পাশে আরএস ফ্যাক্টরির সামনে রাস্তার ওপর আসলে ৫-৬ জন লোক ভ্যানচালকের সামনে এসে তাকে ঘিরে ফেলে।
চালক কোনো কিছু বুঝে উঠার আগেই আসামিদের হাতে থাকা টিপছুরি দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ভ্যানগাড়ির চাবিসহ গাড়িতে থাকা সিগারেট তাদেরকে দিয়ে দিতে বলে। চালক রাজি না হওয়ায় তাদের একজনের হাতে থাকা টিপছুরি দিয়ে চালক সিয়ামের বাম পায়ের রানে আঘাত করে এবং অন্যরা তাকে ওপরে তুলে ছুড়ে মেরে ফেলে দেয়। এতে চালকের মাথা ফেটে যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ভ্যানগাড়িতে থাকা ১০০ কার্টন মেরিস সিগারেট জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এঘটনায় চালক সিয়াম বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ। তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার ভোরে বায়েজিদ থানা পুলিশ অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৭২ কার্টনভর্তি ১ হাজার ৪৪০ প্যাকেট মেরিস সিগারেট উদ্ধার করেছেন এবং জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।