বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা, শনিবার থেকে খুলবে কারখানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরে সম্প্রতি আন্দোলন হওয়া টিএনজেড কারখানার স্টাফসহ সাড়ে ছয় হাজার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার শ্রমিকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়। পরে কারখানা কর্তৃপক্ষ আগামীকাল শনিবার (১৬ নভেম্বর) থেকে কারখানা পূর্বের নিয়মে খোলার ঘোষণা দেয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত সোমবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈঠকে আগামী রোববার বেতন পরিশোধের কথা জানান সরকার। কিন্তু সেই সময়ের আগেই গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শ্রমিকদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বেতন পরিশোধ করা হয়েছে। আগামীকাল থেকে শান্তিপূর্ণভাবে কারখানা চালু হবে।

প্রসঙ্গত, গত শনিবার (৯ নভেম্বর) গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা ওইদিন সকাল ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সোমবার দুপুর দুইটার দিকে শ্রম মন্ত্রণালয় থেকে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা দীর্ঘ ৬০ ঘণ্টার আন্দোলন প্রত্যাহার করে নেয়।

বিজ্ঞাপন