আওয়ামী লীগ-জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণে বাধা আসতে পারে: হাসনাত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

টুয়াখালীর দশমিনায় ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত, ছবি: বার্তা২৪.কম

টুয়াখালীর দশমিনায় ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত, ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) সকালে পটুয়াখালীর দশমিনায় ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা তা নির্ভর করছে জনগণের ওপর। তবে গুম-খুনের বিচার না হলে তাদের নির্বাচনে অংশ নেওয়া প্রতিরোধ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র ভোটের অধিকারের জন্যই নয়, বরং সরকারের সংস্কারের দাবিতেও ছিল। বিগত ১৬ বছর ধরে বিএনপি একই সংস্কারের দাবি জানিয়ে আসছে। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করা সম্ভব। আমরা সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের পথে যেতে চাই।

আহতদের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিল, তারা এখন ছাত্র আন্দোলনের তালিকাভুক্ত হতে চায়। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা চাই সরকার দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিক, যাতে তারা রাস্তায় না নামে।

এছাড়া ছাত্র আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা বলছেন, অবিলম্বে সরকারের উচিত নির্বাচন কমিশন সংস্কারসহ সব ধরণের বৈষম্য দূরীকরণে পদক্ষেপ নেওয়া। অন্যথায়, আগামী নির্বাচনে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।