ডেঙ্গুতে সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি ১৮

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ডেঙ্গু বিস্তারের সময়সীমা পেরিয়ে গেলেও চলতিবছর নভেম্বরেও কমেনি সে প্রকোপ। প্রতিবছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর জন্য রেডজোন হিসেবে ধরা হয় তবে এবার নভেম্বরের শেষ দিকে ও হাসপাতালে কমছেনা ডেঙ্গু রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ক্রমাগতভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী হাসপাতালের তথ্য মতে, গেলো বছরে প্রায় ৫ হাজার রোগী চিকিৎসা নিয়েছে ডেঙ্গুর। চলতি বছর হাসপাতালটিতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৬৬৫ জন। প্রতিদিন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালটিতে প্রতিদিন ২০ থেকে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে বলে জানিয়েছে কতৃপক্ষ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৫২৮-২৯ নং ওয়ার্ড এ ভর্তি রয়েছে ডেঙ্গুরোগীরা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা এএসএম কামরুজ্জামান সুবর্ন বার্তা ২৪.কমকে জানান গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এখন ১০৬ জন রোগী ভর্তি আছে, যার মধ্যে পুরুষের সংখ্যা বেশি। এছাড়া এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন