বরিশালে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছেন।

গতকাল (১৯ নভেম্বর ২০২৪) রাত ১০টার দিকে বরিশাল গৌরনদী থানাধীন ইল্লা এলাকার মা-ফিলিং স্টেশনের পাশে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আখতারুজ্জামানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) সুদেব হাওলাদার। তার সঙ্গে অংশ নেন পুলিশ পরিদর্শক ঝুটন কুমার বর্মন এবং মো. মোশাররফ হোসেন।

অভিযানে গ্রেফতার করা হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. শাহ আলম ওরফে আলমগীরকে (৩৭)। তার কাছ থেকে খাকি স্কচটেপে মোড়ানো সাতটি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৪ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রতি কেজি ৪০ হাজার টাকা, যা মোট ৫ লাখ ৬০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৪-২১৩৭ নম্বরের পিকআপটি ঘটনাস্থলেই জব্দ করা হয়। গাড়ির বিশেষ চেম্বারে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। চেম্বার খুলতে ব্যবহৃত একটি রেঞ্জসহ পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরিশাল গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের জানান, মাদক নির্মূলে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে তারা সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে।