ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঝালকাঠির রাজাপুরে প্রায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ ১.৮ টন পলিথিন জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় মায়ের দোয়া রিসাইকোলনে অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেনকে না পাওয়ায় ম্যানেজার মোঃ সম্রাটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয় নিয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা সাথে ছিলেন পরিদর্শক আমিনুল ইসলাম।

পরিবেশ অধিদফতর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ১.৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন