রাজশাহীতে ভুয়া ডিজিএফআই গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ভুয়া সেনা কর্মকর্তা (ডিজিএফআই) সেজে প্রতারণার অভিযোগে গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সম্প্রতি প্রতারক মাহিম 'আঁচল উন্নয়ন সামাজিক সংস্থা'র কর্মী শাওন আহমেদকে ফোন করে নিজেকে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দেন। তিনি শাওনকে জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং দেখা করলে তিনি তাকে মামলা থেকে বাঁচাতে পারবেন। এর পর মাহিমের কথামতো ২১ নভেম্বর শাওন বিনোদপুর বাজারে তার সঙ্গে দেখা করেন। সেসময় মাহিম নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট এবং ডিজিএফআইয়ে কর্মরত কর্মকর্তা বলে পরিচয় দেন।

বিজ্ঞাপন

মামলা থেকে বাঁচানোর কথা বলে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। শাওন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান। পরে ২৩ নভেম্বর মাহিম আবার শাওনকে ফোন করে নিজেকে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার পরিচয় দেন এবং রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দেন।

শাওনের অভিযোগের ভিত্তিতে র‌্যাব এ বিষয়ে তদন্ত শুরু করে এবং অভিযোগের সত্যতা পায়। এরপর মাহিমকে গ্রেফতার করে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আলামত জব্দ করা হয়। শাওন এ ঘটনায় মাহিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।