বাংলাক্রাফট নির্বাচনে সম্মিলিত ফোরামের ১১ দফা ইশতেহার ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মিলিত ফোরামের আত্মপ্রকাশ/ছবি: সংগৃহীত

সম্মিলিত ফোরামের আত্মপ্রকাশ/ছবি: সংগৃহীত

১১ দফা ইশতেহার নিয়ে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট) এর  আগামী পরিচালনা পর্ষদের নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত ফোরাম। ফোরামের প্যানেল লিডার হবেন সান ট্রেড লিমিটেডের চেয়ারম্যান গোলাম আহসান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ফোরামের ১৬ সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আগামী ১৯ ডিসেম্বর এই ব্যবসায়ী সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় সম্মিলিত ফোরাম তাদের ইশতেহার ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফোরামের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন-বেঙ্গল ব্রেইডেড লিমিটেডের কর্ণধার শহিদুল ইসলাম, এবি ফ্যাশন মেকারের কর্ণধা সানাউল হক, অন্য কিছুর মালিক দোলন চন্দ্ৰ দাস, ন্যাচারাল ক্রাফটস বিডির মালিক আবু কাউছার, দি ম্যাগনেটসের নাসরিন আক্তার মিলা, তাহা হ্যান্ডি ক্রাফটসের তাসমিনা মাহমুদ, আরোরার মোঃ শাহীদুল হক, এনেক্স লেদার লিমিটেডের মোঃ মোস্তফা, ডিজাইন বাই রুবিনার রুবিনা আক্তার মুন্নি।

ইশতেহারের রয়েছে: নির্বাচিত হলে বাংলাক্রাফট সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি সম্মিলিত ফোরামের। ডিসপ্লে সেন্টারে সদস্যদের পণ্য বিক্রয় ও প্রদর্শনের জন্য একটি বাংলাক্রাফট সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার স্থাপন করা হবে।

বিজ্ঞাপন

বাংলাক্রাফটের বিদ্যমান সম্পদ সংরক্ষণ, নগদ সহায়তায় হার বৃদ্ধি ও কর নির্ধারণ, হস্তশিল্প খাতের সমৃদ্ধি ও বিকাশে ক্যাশ ইনসেনটিভ আবারো পূর্বের ন্যায় ২০ শতাংশ নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা, হস্তশিল্পের আয়ের উপর কর মওকুফ, রপ্তানিকারকদের বিদ্যামান সোর্স ট্যাক্স ১% থেকে শূন্যহারে নিয়ে আসার ব্যাবস্থা গ্রহন করা, সেবার মান উন্নত করা, সার্টিফিকেট প্রদান, মেম্বারশিপ আবেদন, মেলা সহ সকল প্রকার সংবাদের প্রকাশ ও সাবস্ক্রিপশন চালু করা, বাংলাক্রাফটের ই শপ চালু করা, জাতীয় ও আন্তর্জাতিক ট্রেড ফেয়ার এবং প্রডাক্ট ডিসপ্লে আয়োজন করা ও বাংলাক্রাফট শ্রেষ্ঠ উদ্যোক্তা অ্যাওয়ার্ড" চালু করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে।

অনুষ্ঠানে বলা হয়, সম্মিলিত ফোরাম এগিয়ে যাওয়ার অঙ্গিকার' নিয়ে ২০১৯-২০২১ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর, দুই বছরের পথচলায় কোভিড মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিটি সদস্য উদ্যোক্তার কাছে প্রতিশ্রুত ইশতেহার বাস্তবায়ন একটি অনন্য সফলতার নজির স্থাপন করেছে।

বাংলাক্রাফট পরিবারের নিজস্ব অফিস স্পেস ক্রয় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৮০০ বর্গফুট আয়তনের নিজস্ব অফিস স্পেস কিনেছে। কোভিড মহামারির সময় বিক্রয় প্ল্যাটফর্ম উন্নয়ন অ্যামাজন, দারাজ, ঐক্য ফাউন্ডেশনসহ বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সদস্যদের অন্তর্ভুক্তির সফল উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়, বিডা, বিজনেস, প্রমোশন কাউন্সিল (বিপিসি), ইপিবি, এসএমই ফাউন্ডেশন, এফবিসিআই, ই-ক্যাবের সঙ্গে বৈঠক ও কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর ফলে বিপিসি মেম্বারশিপ এবং এসেট প্রকল্পে অন্তর্ভুক্তি অর্জিত হয়েছে। হস্তশিল্প প্রদর্শনী ও মেলা বাংলাক্রাফটের নিজস্ব স্পেসে ২০২১ সালের ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সফলভাবে পাঁচদিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে।