সার কেলেঙ্কারির সেই ছাত্রদল নেতা বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সার কেলেঙ্কারিতে জড়িত সেই ছাত্রদল নেতাদেরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধায় লালমনিরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন, উপজেলা ফকিরপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম সবুজকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য ও ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল আলম সবুজকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদক বহিষ্কারাদেশ অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর উপজেলার দোয়ানী মোড়ে ব্যবসায়ীর পিকআপ থেকে ৫৩ বস্তা সার লুট হয়। যার মধ্যে ৪৭ বস্তা সার ওই দুই ছাত্রদল নেতার বাড়ি ও হেফাজত থেকে উদ্ধার করে পুলিশ। তবে তারা পলাতক থাকায় আটক বা গ্রেফতার হয়নি।