রাজবাড়ীতে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) একটি দল সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার শাইলকাঠি গ্রামের মৃত গনি শেখের ছেলে আশিকুজ্জামান স্বপর(৫০), ফরিদপুরের কোতয়ালী থানার কৃষ্ণনগর গ্রামের আমির আলী মন্ডলের ছেলে ইকবাল মন্ডল(৩৮) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বহরের কালুখালী গ্রামের হানিফ হোসেনের ছেলে আলমগীর হোসেন(৩৬)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ ডিসেম্বর রাতে শাইলকাঠি এলাকার আশিকুজ্জামান স্বপন(৫০) এর বসত বাড়ীর দুচালা আধা পাকা ঘরের পূর্ব পার্শ্বের কক্ষের মধ্য থেকে ৪শত পিস ইয়াবাসহ উল্লেখিত ৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে উল্লেখিতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।