মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে দরপত্র জমাদানে বাধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে দরপত্র জমাদানে বাধা

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে দরপত্র জমাদানে বাধা

রাজধানীর সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের বিভিন্ন অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঝাড়ুদার, ক্লিনার, নাইটগাট ও বাবুর্চি নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু সেই দরপত্র জমাদানে বাধা দেয় ঠিকাদারের একটি গ্রুপ। এ সময় হট্টগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মাদক নিয়ন্ত্রণের অধিদফতরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সকাল থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঝাড়ুদার, ক্লিনার, নাইটগাট ও বাবুর্চি নিয়োগে দরপত্র আহ্বান করা হয়। তাতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। পরে তারা টেন্ডারের সামনে অবস্থান নিয়ে তা দখলে নেন এবং অন্যদের জমাদানে বাধা দেন। এতে সেখানে ঠিকাদারদের মধ্যে হট্টগোল শুরু হয়। দরপত্র জমা দিতে না পারা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা প্রধান গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এরপর পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে ঊর্ধ্বতনের কোন বক্তব্য পাওয়া যায়নি।