চলতি বছর থেকেই স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

চলতি বছর থেকেই স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

চলতি বছর থেকেই স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ (সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি-জিএসটি) ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে স্নাতক প্রথম বর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৩ অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, 'আমরা আজকে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে গুচ্ছ পদ্ধতি বাদ দিয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী এপ্রিল মাসেই আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।'

এর আগে, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে আসছে কুবি। গত ১১ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুবি শাখা।

বিজ্ঞাপন