দুদকের অভিযানে বরিশাল পাসপোর্ট অফিসের দুই দালাল আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদক বরিশাল অফিসের একটি টিম তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন শাহিদা বেগম এবং তার সহযোগী, তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মে সেবা প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে মারাত্মক ভোগান্তিতে পড়ছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে দুদক দুই দফা অভিযান চালালেও কাউকে আইনের আওতায় আনতে পারেনি, তবে তৃতীয় দফায় তারা দুই দালালকে আটক করতে সক্ষম হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ম বহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন