ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীর হরিণা নামক স্থানে ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ ১০ এবং বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা ১০, দুটি লঞ্চের মুখামুখি সংঘর্ষ হয়।

শনিবার দিবাগত রাত ২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (২২ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ। এতে প্রাণে রক্ষা পায় উভয় লঞ্চের সহস্রাধিক যাত্রী।

বিজ্ঞাপন

চাঁদপুর হরিনা ফেরি ঘাট সংলগ্ন একটি চরে আটকা পড়ে বরিশালগামী প্রিন্স আওলাদ ১০ লঞ্চের ৫৮০ জন যাত্রীকে রাতেই এমভি শুভরাজ ৯ লঞ্চের মাধ্যমে বরিশালের উদ্দেশ্য পাঠানো হয়।

চাঁদপুর ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, পরে ঢাকাগামী কীর্তনখোলা ১০ লঞ্চটি ঢাকা নদী বন্দরে যাত্রীসহ রওয়ানা হয়। তবে লঞ্চ দুটির ক্ষয়ক্ষতি হলেও উভয় লঞ্চের কোন যাত্রী আহত হয়নি।

বিজ্ঞাপন