সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:  মিলন হাওলাদার (সংগৃহীত )

ছবি: মিলন হাওলাদার (সংগৃহীত )

পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন হাওলাদার (৩০) প্রাণ হারিয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাউফল-বগা মহাসড়কের ভুবন সাহার কাচারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে মিলন একটি সিএনজি চালিত গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ ভেঙে যায় এবং মিলন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিলন হাওলাদার ২০১৮ সালে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন। তার স্ত্রী এবং তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, 'অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাদের শনাক্ত করতে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে'।