পুনর্বাসনে ৩০ কোটি টাকা প্রদান আস-সুন্নাহ ফাউন্ডেশনের

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বন্যায় নানাভাবে ক্ষতিগ্রস্ত ৮ হাজার ৯৭০ পরিবারকে এখন পর্যন্ত নগদ ৩০ কোটি ১৫ হাজার টাকা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সোমবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, বন্যায় নানাভাবে ক্ষতিগ্রস্ত ৮ হাজার ৯৭০ পরিবারকে এখন পর্যন্ত নগদ ৩০ কোটি ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। উপকারভোগীদের মাঝে ছিল ক্ষতিগ্রস্ত কৃষক, পুঁজি হারানো ক্ষুদে ব্যবসায়ী এবং আংশিকভাবে ঘর হারানো পরিবার।

উল্লেখ্য, এটা পুনর্বাসনের আংশিক কার্যক্রম। এর বাইরে ক্ষতিগ্রস্ত ১০০ রিকশাচালককে ১০০টি অটো মিশুক প্রদান করা হয়েছে। পাশাপাশি গৃহহারা ১৫০০ পরিবারের জন্য ১৫০০টি কমপ্লিট আধাপাকা ঘর নির্মাণের কাজ চলমান আছে। কাজ সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগবে।

বিজ্ঞাপন