ব্যাটারি চুরি হওয়ায় এলাকায় মাইক লাগিয়ে গালাগালি করলেন যুবক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মাইক লাগিয়ে গালাগলি করলেন যুবক/ছবি: সংগৃহীত

মাইক লাগিয়ে গালাগলি করলেন যুবক/ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় সিএনজি’র ব্যাটারি চুরি হওয়ায় মনের দুঃখ কষ্টে সিএনজিতে মাইক লাগিয়ে গালাগলি কর্মসূচি পালন করেছে এক ব্যাক্তি। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সিএনজিতে মাইক লাগিয়ে গলাগলি করতে করতে বিভিন্ন গ্রাম ঘোরা হয়৷ এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

জানা গেছে, ভুক্তভোগী হৃদয় মিয়া পেশায় একজন সিএনজি চালক। উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার মৃত আনোয়ারের ছেলে ।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে হৃদয় মিয়ার মায়ের ঘরে রাখা সিএনজি’র ব্যাটারি চুরি হয়ে যায়। যার বাজারমূল্য ৫ হাজার টাকা। খুঁজাখুঁজি করেও না পেয়ে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে একটি মাইক ও সিএনজি ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে চোরকে গালিগালাজ করেন।

ভুক্তভোগী হৃদয় মিয়া বলেন, আমি গরিব অসহায় মানুষ। আমার তিন ছেলেমেয়ে। ভাড়ায় সিএনজি চালায়। প্রতিদিন মহাজনকে ভাড়া দিতে হয়। সিএনজি’র ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। চুরি হওয়ার পর অনেকের দ্বারে দ্বারে ঘুরে হাতে পায়ে ধরেছি কিন্তু কেউ কোনো খোঁজখবর দেয়নি। তাই মাইক ভাড়া করে এনে নিজের ক্ষোভ মেটাতে ইচ্ছামতো চোরদের গালিগালাজ করেছি। তিনি বলেন, এরজন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী।

এ ঘটনায় হৃদয়ের মা অরুনা বেগম বলেন, বাপ মারা যাওয়ার পর থেকেই সংসারে অভাব অনটন দূর হচ্ছে না। আনতে পারলে খা, না আনতে পারলে ছেলেমেয়ে স্ত্রী নিয়া উপাস থাকে। এর আগেও সিএনজি’র ব্যাটারি চুরি হওয়ার পর ধার দেনা করে কিনছি। এরই মধ্যে এবারও সিএনজি’র ব্যাটারি চুরি হয়ে গেছে। দুইদিন যাবত গাড়ি বন্ধ। এখন কোথা থেকে ব্যাটারির টাকা দিবু আর কেমনে সংসার চালাইবো। একথা বলতেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এ বিষয়ে মানিকদী চৌমুড়ী বাজারের নাবিল মাইক সার্ভিস ও ইলেকট্রনিকস দোকানের মালিক মোঃ আবেদ উল্লাহ বলেন, সকালে এক ব্যক্তি পাগলের মতো এসে মাইক ভাড়া চায়। প্রথমে আমি দিতে রাজি হইনি, পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে।

সিএনজির মালিক মাসুদ মিয়া বলেন, হৃদয় আমার গাড়ি চালায়, দৈনিক সাড়ে চারশো টাকা ভাড়া দেয়। চুরির ঘটনাটি শুনেছি কিন্তু আমার পক্ষে তো তেমন কিছু করার নেই। আমি বড়জোর তার কয়েকদিনের ভাড়া মওকুফ করতে পারি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।