বিএসটিআই এর অনুমোদন বিহীন লোগো ব্যবহার করায় কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদন ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার করে সুতার কারখানা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ওজনে কারুচুপির অভিযোগে খালেক ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে বিএসটিআইয়ের কুষ্টিয়া আঞ্চলিক অফিসের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে সহায়তা করেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার করে সুতার কারখানা পরিচালনার দায়ে ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার স্বস্তি থ্রেড নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে একই সাথে তাকে আরও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযানে ভেড়ামারা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত খালেক ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, এই পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে ১ লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। পুনরায় এধরণের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আরও কঠিন শাস্তি দেওয়া হবে সেক্ষেত্রে সরাসরি জেলও হতে পারে। এছাড়াও বিএসটিআই এর লোগো ব্যবহার করে সুতার কারখানা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই এর কুষ্টিয়া আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদন ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার করে সুতার কারখানা পরিচালনার করছে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ছিল। একইসাথে খালেক ফিলিং স্টেশনের বিরুদ্ধে ওজনে কারচুপিরও অভিযোগ ছিল। ভ্রাম্যমাণ আদালতেের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হয়েছে।