দুদকের সাবেক কমিশনার জহরুলের পাসপোর্ট বাতিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞাপন

দুদক সূত্র জানায়, সাড়ে তিন বছর আগে বেআইনিভাবে দুদক থেকে গাড়ি বরাদ্দ নেন সাবেক কমিশনার মো. জহুরুল হক। জহুরুল হকের নিজের ব্যবহারের জন্য একটি গাড়ি বরাদ্দ ছিল। এর বাইরে ২০২১ সালের এপ্রিলে তিনি চালকসহ আরেকটি গাড়ি সার্বক্ষণিক ব্যবহার করার জন্য বরাদ্দ নেন। সেই গাড়িতে তার স্ত্রী ও ছেলে অফিসে যাতায়াত করতেন।

দুদকের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা বলেন, দুদকে গাড়ির সংকট। উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তারাও শেয়ার করে গাড়ি ব্যবহার করেন। সেখানে বেআইনিভাবে একজন কমিশনার প্রায় সাড়ে তিন বছর ধরে একটি গাড়ি বরাদ্দ নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।

বিজ্ঞাপন