পঞ্চগড়ে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১০.৯ ডিগ্রি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পঞ্চগড়ে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ে সকাল ৯ পর্যন্ত ব্যস্ততম রাস্তা গুলো থাকছে জনশূন্য। দিনের বেলাও হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

হঠাৎ করে হিমেল বাতাসের বৃদ্ধির ফলে উত্তরের হিম শীতল বাতাসের কারণে ওঠানামা করছে তাপমাত্রার পারদ ৷ তীব্র শীতের কারণে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের মানুষ।

আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি হওয়ার কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় শীত মৌসুমে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। এই জেলায় শীত পড়ে তাড়াতাড়ি, বিদায় নেয় দেরিতে। হিমেল বাতাসের কারণে তাপমাত্রা ওঠানামা করে। ফলে কনকনে শীত অনুভূত হয়৷ এদিকে, উত্তরের হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে বেড়েছে কনকনে ঠান্ডা। বেড়েছে কুয়াশাও, তবে কমেনি শীতের তীব্রতা।

বিজ্ঞাপন

দিন ভর সূর্যের আলো থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয় শীতের তীব্রতা। ফলে শীতবস্ত্রের অভাবে চরম বিপাকে পড়েছেন গরীব, অসহায় ও শীতার্ত মানুষেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তরে হিমেল হওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করছে এ জেলায়। আজ সকাল ৯ টা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গেলে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।