রমনা আইডিয়াল দাখিল মাদরাসা উদ্বোধনী পাঠদান অনুষ্ঠিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রমনা আইডিয়াল দাখিল মাদরাসা উদ্বোধনী পাঠদান অনুষ্ঠিত

রমনা আইডিয়াল দাখিল মাদরাসা উদ্বোধনী পাঠদান অনুষ্ঠিত

রাজধানীর প্রাণকেন্দ্রের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রমনা আইডিয়াল দাখিল মাদরাসা উদ্বোধনী পাঠদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠদান উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিরঝিলের মিরবাগ জামে মসজিদের খতিব ও ইমাম শায়খুল হাদিস আসাদ আল হুসাইনী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমনা আইডিয়াল দাখিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুল হাকিম।

বছরের প্রথম দিনে উদ্বোধনী পাঠদান অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যাপক উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠানের আলোচনা শোনেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। নিয়মিত ক্লাসে উপস্থিতি ও নিয়মানুবর্তিতার সঙ্গে অধ্যয়ন করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।