ঘন কুয়াশার পূর্বাভাস, চলাচলে সতর্ক থাকার পরামর্শ
নতুন বছরের শুরুতেই সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় হিমায়িত পুরো দেশ। দেশের বেশিরভাগ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় (৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস)। এমন পরিস্থিতিতে তাপমাত্রা অনুকূলে ফেরার অপেক্ষা করছে দেশবাসী। কিন্তু আবহাওয়া অফিস বলছে, এই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নঁওগা জেলা সহ রংপুর বিভাগের জেলা গুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার(৩ জানুয়ারি) মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। পাশাপাশি সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশে দিনের বেলাতেও শীতের অনুভূতি বিরাজ করতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন- ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কুয়াশার পরিমাণ আরও ঘন হতে থাকবে। আগামীকাল (শনিবার) ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামীকাল ও প্রায় সারাদিন বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার উপরে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঢাকা বিভাগের দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোর উপরেও সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে সারারাত ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল, ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কগুলোর উপরে ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে আজ রাতে ঐ সকল সড়ক ও মহাসড়কে বাস, ট্রাক, মাইক্রো, মোটরসাইকেল খুবই জরুরি প্রয়োজন ছাড়া চলাচল করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে ।
এদিকে সারাদেশে চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপিতেতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের (ট্রেন পরিচালনায় যুক্ত কর্মী) যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। রেলক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। অরক্ষিত রেলক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।
রেল কর্মকর্তারা জানান, চলমান শৈত্যপ্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কমেছে। এতে যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়া এবং রেলপথে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।