রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই ঘোষণার খসড়া: প্রেস সচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তবে এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি বলেও জানান তিনি।  

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। এটা জাতির আকাঙ্ক্ষা ও জাতীর দায়।

এসময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘গত ৫ মাসে মিডিয়া যতটুকু ফ্রি ছিলো তা ইতিহাসে ছিলো না। বিটিভির নিউজকে আরও বড় আকারে প্রচারের পরিকল্পনা রয়েছে।’