চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের কোর্ট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার জামাত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার নুরুজ্জামান নামে একজন ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। গত ৫ আগস্টের পর থেকে সোহেল রানাসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ চক্র তার নির্মাণাধীন বাড়ির সামনে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে অভিযুক্তরা ৬ গাড়ি ইট ও ২ টন রড এবং ৩০ সেফটি কাঠ জোরপূর্বক নিয়ে যায়। এবং হুমকি দিয়ে যায়, বিষয়টি যদি নুরুজ্জামান তার আত্মীয়-স্বজন ও গ্রতিবেশীদের জানায়, তাহলে তার পরিবারের সদস্যদের ক্ষতি করবে চাঁদাবাজ চক্রটি।
গত সোমবার (৬ জানুয়ারি) আবারও জোর করে ২ হাজার ইট নিয়ে যায় ওই চাঁদাবাজ চক্রটি। পরে ভয় পেয়ে নুরুজ্জামান বাড়ি করার বাকি ৬০ হাজার ইট অন্য জায়গায় বিক্রি করে দেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) ওই ইট ট্রাকযোগে সারানোর সময় সোহেল রানাসহ কয়েকজন বাধা দিয়ে বলে ১০ লাখ টাকা চাঁদা না দিলে ইট সরাতে দেবে না তারা। পরে বিষয়টি নুরুজ্জামান পুলিশকে জানায়। খবর পেয়ে সদর থানার এসআই বাবুল খানসহ সঙ্গীয় ফোর্স কোর্ট মোড় এলাকার ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে, গ্রেফতারকৃত সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজির নানা অভিযোগ থাকলেও ভয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে। চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি স্থানে তার বিরুদ্ধে এ ধরনের চাঁদাবাজির অভিযোগ আছে। সোহেল রানাসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ চক্র বিভিন্ন স্থানে এ ধরনের চাঁদাবাজি করছিল বলে গুঞ্জন ছিল ৫ আগস্টের পর থেকেই।
চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সোহেল রানা নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে পূর্বের আর কোনো অভিযোগ আছে কি না, তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।’ তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট মামলায় তাকে বুধবার (৮ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।’