কুড়িগ্রামে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদককারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। গতকাল রোববার(৫ জানুয়ারি) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বাবুরহাট বাজারে গ্রামের হাফিজুল ইসলাম ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল ভূরুঙ্গামারী থানা-পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬২০টি ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করে। পরে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মধ্যস্থতায় ৩৫ হাজার টাকার বিনিময়ে হাফিজুলের স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পুলিশ টাকা নেওয়ার পর কাউকে ছেড়ে না দিয়ে স্বামী-স্ত্রী দুজনকেই পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি থেকে ওই দম্পতিকে ছিনিয়ে নেন।
তবে পুলিশ বলছে, টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া বা টাকা লেনদেনের কোন ঘটনা ঘটেনি। বরং পুলিশ অভিযানে মাদক কারবারী স্বামী-স্ত্রীকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দারা গাড়ী আটক করে তাঁদের ছিনিয়ে নেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হকের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল) মো. মাসুদ রানা বলেন, গতকাল ভূরুঙ্গামারীতে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ১৬২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ঘেরাও করে আসামিদের ছিনিয়ে নেন। এরকম একটি অসফল অভিযানের ব্যর্থতার দায়ে ভুরুঙ্গামারী থানার ৬ জন পুলিশ সদস্যকে রাতেই ক্লোজ করা হয়েছে।

বিজ্ঞাপন