গণতন্ত্র না থাকলে সব কার্যক্রম অর্থহীন: নোমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

যেকোনো অশুভ শক্তি রুখে দাঁড়াতে প্রস্তুত থাকতে হবে: নোমান

যেকোনো অশুভ শক্তি রুখে দাঁড়াতে প্রস্তুত থাকতে হবে: নোমান

আমার জীবনের সব কর্মকাণ্ড জনকল্যাণে ব্যয় করেছি জানিয়ে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, গণতন্ত্র না থাকলে সব কার্যক্রম অর্থহীন হয়ে পড়বে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যেকোনো অশুভ শক্তি রুখে দাঁড়াতে প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপি সাংগঠনিক শক্তিতে বলিয়ান। দলের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। সাংগঠনিক শক্তিকে বুকে ধারণ করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন, মহানগর বিএনপির পুর্নগঠন করার জন্য আজকের সাংগঠনিক সভা। তৃনমূল থেকে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন করার পর মহানগর সম্মেলন করা হবে। আমাদের তৃণমূল থেকে বিএনপিকে পুনর্গঠন করা হচ্ছে। তৃনমূল থেকে সম্মেলনের মাধ্যমে সারাদেশে কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন গণতন্ত্রের কথা বলেছেন দেশ নায়ক তারেক রহমান, তারই ধারাবাহিকভাবে সম্মেলনের মাধ্যমে কমিটি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশ ও দেশের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সেই সঙ্গে জাতীয় ঐক্যকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। স্বাধীনতা একক পরিবার দাবি করেছিল, জনগণ সেটা গ্রহণ করেনি। তেমনিভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন একটি পক্ষ দাবি করছে। সেটা জনগণ মেনে নেবে না। 

তিনি বলেন, জনগণের দাবি আদায়ে পুনরায় রাজপথে নামবে বিএনপি। সবার আগে সংসদ নির্বাচন, পরে বাকি সব নির্বাচন। রাজপথ ও রক্তকে ভয় পায় না বিএনপি। আমরা মাঠে নামতে চাই না, জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবেন না। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্ব করবেন না।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির নির্বাহী কমিটির শামসুল আলম ও চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।