স্ত্রীর সাথে আর দেখা হলো না প্রবাসী সুজন মিয়ার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রাম থেকে সাহিদা আক্তার (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সাহিদা আক্তার ওই এলাকার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী।

সোমবার(৬ জানুয়ারি) দুপুরে সাহিদার শ্বশুর বাড়ি থেকে ওই মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, ৫ বছর আগে সাহিদাকে পারিবারিকভাবে বিয়ে করে সুজন। প্রায় দুই বছর আগে জীবিকার নির্বাহের তাগিদে সুজন ইতালী যায়। সাহিদা ঘরের বারান্দার ছোট কেবিনে ঘুমাতো। সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করা হয়। এতোও কোন সাড়া শব্দ না পাওয়া যায় না এবং সাহিদার কেবিনের ভেতর থেকে দরজা লাগানো ছিল। পরে ঘরের চালের ওপর থেকে উঁকি দিয়ে সাহিদার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সিংগাইর থানার এস.আই সাহিদা আক্তার বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে সাহিদার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সংসার জীবনে সাহিদার সঙ্গে তার স্বামী বা শ্বশুরবাড়ির কারো সঙ্গে কোনো বিরোধ নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গির বলেন, সাহিদার মরদেহের পাশ থেকে তার মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। সাহিদা মৃত্যু পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর নিশ্চিত করে বলা যাবে। পুরো ঘটনাটি তদন্ত করে পুলিশ যথাযথ পদক্ষেপ নিবে বলেও জানান ওসি জাহিদুল ইসলাম।