বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা উপভোগ করলেন বিপিএল'র ম্যাচ
সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক তাদের সঙ্গে বৈষম্য করেছে ও যথাযথ সম্মান না দেখানো নিয়ে এই প্রতিবাদ মানববন্ধন করেন তারা। পরে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজকসহ দায়িত্বশীলরা তাদেরকে গ্যালারিতে বসে খেলা দেখার জন্য নিয়ে যান।
সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে ১০-১২ জন এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় 'সিলেটের সমন্বয়করা কোথায়', ' বিসিবির বৈষম্য মানি না মানব না', 'আহতদের সম্মান ও স্বীকৃতি ' তাদের হাতে থাকা প্লেকার্ডে লেখা দেখা যায়।
মানববন্ধনে উপস্থিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রেজাউল ইসলাম নাহিদ বলেন, ঢাকা পর্বে আন্দোলনে আহতদের জন্য আলাদাভাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল ও তাদেরকে যথাযথ সম্মান করা হয়েছে। কিন্তু এখানে আমাদেরকে কোনো সম্মান দেয়া হয়নি ও কোনো যোগাযোগও করা হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা সবার প্রাপ্য সম্মান চাই।
মানববন্ধনে অংশ নেয়া আহত সেলিম আহমদ বলেন, আমাদের দাবি সুচিকিৎসা বাস্তবায়ন ও যথাযথ মূল্যায়ন। এখানে আমাদের মূল্যায়ন করা হচ্ছে না।
এদিকে, মানববন্ধন চলাকালে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বিসিবির সভাপতিকে বিষয়টি অবগত করলে বিষয়টি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজকসহ সংশ্লিষ্টরা প্রধান ফটকে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বিকেল সাড়ে ৪টার দিকে আহতদের গ্যালারিতে নিয়ে খেলা দেখার ব্যবস্থা করে দেন। সেখানে বসেই তারা খেলা উপভোগ করেন।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এটা মোটেই কাম্য না, তারা সময়ের সাহসী সন্তান। তাদের সাহসীকতায় আজকে মুক্ত একটি পরিবেশে এই খেলা হচ্ছে। তারা তাদের অধিকারের জন্য এখানে জড়ো হয়েছিল। আমি বিষয়টি জানতে পেরে বিসিবি সভাপতিকে অবগত করি। তিনি বিষয়টি জানার পরপর সংশ্লিষ্টদের পাঠিয়ে আহতদের খেলা দেখার ব্যবস্থা করে দেন।
তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক।
মানববন্ধনে আহতদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম নাহিদ, আরিফুল ইসলাম, সেলিম আহমদ, আলাল আহমদ, আব্দুল মতিন, শাহাদাত হোসেন, তানিম, সাজন আহমদ সাজু, আজহার উদ্দিন সুজন, মোহাম্মদ ইকবাল হোসেন।