রাজবাড়ীতে অস্ত্র ও ইয়াবাসহ নারী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে রুশনী খাতুন (২৩) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী ওয়ান শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবাস উদ্ধার করে তারা।

বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল ইসলাম। গ্রেফতারকৃত রুশনী খাতুন দয়ালনগর গ্রামের মৃত আমির আলী শেখের মেয়ে ও মাসুদ রানার স্ত্রী।  

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য দয়ালনগর গ্রামে মাসুদ রানা তার নিজ বসত বাড়ীতে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১টা ২০মিনিটের দিকে তার বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় মাসুদ রানার বসতবাড়ী থেকে তার স্ত্রী রুশনী খাতুনকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, তিন রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত রুশনী খাতুনের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাসুদের নামে চুরি, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১টি মামলা চলমান রয়েছে।  

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজবাড়ী থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রুশনী খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রুশনীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।