ছেলের গ্রেফতার আতঙ্কে পিতার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তরিকুল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি ঘটনার জেরে পুলিশ তার অভিযুক্ত ছেলেকে ধরতে তার বাড়িতে অভিযান চালালে সেই আতঙ্কে তরিকুলের মৃত্যু হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তরিকুল ওই গ্রামের এন্তাজ আলির ছেলে।
নিহতের স্ত্রী অজেফা বেগম জানান, তার ছেলে সুমন প্রতিবেশীর করা একটি মারামারির মামলার আসামি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করতে বাড়িতে অভিযান চালায়। এ সময় সে বাড়িতে ছিল না। বাড়িতে পুলিশ আসার সংবাদে তার স্বামী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এসময় তিনি একটি গোয়ালঘরের কোঠায় আশ্রয় নিলে সেখানে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়। পরে পুলিশ বুধবার দুপুরে তার লাশ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামে উপপরিদর্শক সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল আদালতের পরোয়ানাভুক্ত আসামি তরিকুল ইসলামের ছেলে সুমনকে আটক করতে তার বাড়িকে গেলে তার পিতা আতঙ্কগ্রস্ত হয়ে মারা যায়। তিনি হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।