ঘন কুয়াশায় ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই দুই বাইক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঐ বাইকে ৩ জন ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত একজনের নাম আল আকসা। তিনি ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা। তবে নিহত অপরজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় মারাত্মক আহত হয়েছে ফাহাদ মাহমুদ ফারাবী এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকি পাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘন কুয়াশার মধ্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত এবং একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন