মতিঝিল থেকে ৩ ছিনতাইকারী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতি মামলায় দুর্ধর্ষ ছিনতাইকারী এল এক্স সবুজসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- চিহ্নিত ছিনতাইকারী এল এক্স সবুজ ( ২২), মো. সেলিম মিয়া (৩৩) ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৯)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে মতিঝিল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণের সময় দুর্ধর্ষ ডাকাত আব্দুল হান্নান (৪৫), মো. খোকন সরদার (৫০) ও মো. সোলেমান মৃধা (২০) গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা রুজু করা হয়েছিল।

মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতির প্রস্তুতির সাথে জড়িত থাকায় এল এক্স সবুজ, সেলিম মিয়া ও আরিফুল ইসলাম হৃদয়কে গতরাতে গ্রেফতার করা হয়।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত এল এক্স সবুজের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানা, মতিঝিল থানা, পল্টন থানা ও বংশাল থানায় ছিনতাই, ডাকাতি ও দ্রুতবিচার আইনে চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।