গৌরীপুরে ট্রাক আটকে চাঁদা দাবি, গ্রেফতার তিন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

গৌরীপুরে ট্রাক আটকে চাঁদা দাবি/ছবি: সংগৃহীত

গৌরীপুরে ট্রাক আটকে চাঁদা দাবি/ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে কয়লাবোঝাই গাড়িতে চাঁদবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে যৌথবাহিনীর একটি দল নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বেলতলী এলাকায় অভিযান তাদের আটক করে গৌরীপুর থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৪), মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫) ও মৃত হাফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৪০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের মোঃ আব্দুল কদ্দুসের ছেলে আবুল কাশেম (৩২) পেশায় একজন কয়লা ব্যবসায়ী। গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বেলতলী এলাকায় আবুল কাশেমের কয়লাবোঝাই ট্রাক আটক করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে। এই ঘটনায় কয়লা ব্যাবসায়ী আবুল কাশেম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযাহারুল আনোয়ার বলেন, চাঁদাবাজির ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।