লাকড়ি বোঝাই ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

লক্ষ্মীপুরে লাকড়ি বোঝাই দ্রুতগতির ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়।

সোমবার (১৩ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলার অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চটপটি বিক্রেতার নাম মো. মিরাজ হোসেন (২০)। সে উপজেলার চরফলকনের কৃষক মো. আজাদ হোসেনের পুত্র।

বিজ্ঞাপন

কমলনগর থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করে। ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আটক ট্রাক্টরটি জব্দ করে ও নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি মর্গে পাঠানো হয়নি।

বিজ্ঞাপন

নিহত মিরাজের মামী ইয়াসমিন আক্তার জানান,মেঘনার ভাঙনে মিরাজের পৈতৃক ভিটা হারিয়ে যাওয়ার পর থেকে চরলরেন্স এলাকায় মামা-মামীর সাথে বসবাস করছে তারা। তার মামা অনেক দিন থেকে চটপটির ব্যবসা করছেন। মিরাজ এখানে বসবাসের পর থেকে মামার ব্যবসায় সহযোগিতা করে আসছেন। প্রতিদিনের মতো এদিনও সে চটপটির টুরকি নিয়ে বাসা থেকে বের হয়ে করইতলা বাজারের অদূরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে বসে বিকিকিনি করছিল। এ সময় ইটভাটার একটি লাকরি বোঝাই দ্রুতগামী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মিরাজকে চাপা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছান মোস্তফা স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।