রাজাপুরে অবৈধ ইটভাটায় অভিযান ইট ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইট ধ্বংস এবং পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে এক ব্যক্তিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকফিল্ডের আগুন নিভিয়ে ভাটার চুল্লি ভেঙ্গে দেয়া হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত জানায়, সেভেন স্টার ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে তাদের লাইসেন্সসহ অন্য কোন অনুমোদন না থাকায় ইটভাটা বন্ধ করে দেয়া হয়, ব্রিকফিল্ডের আগুন নিভিয়ে ভাটার চুল্লি ভেঙ্গে দেয়া হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধন২০১৯) এর ধারা ৪ ও ৫ লঙ্ঘনের দায়ে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়। এ

বিজ্ঞাপন

সময় পরিবেশ অধিদফতর, বরিশাল ও ঝালকাঠির দুজন সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঝালকাঠি জেলা পুলিশ ও রাজাপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

ইউএনও রাহুল চন্দ বলেন, লাইসেন্স বা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার কোনো সুযোগ নেই। লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।