২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়েছেন অনেকেই। ইতোমধ্যে অনলাইনে সেই সকল আহতদের নাম ও মোবাইল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। আর ওই তালিকা থেকে আহতদের নাম ও মোবাইল নম্বর নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও অর্থমন্ত্রণালয়ের অ্যাকাউন্ট ম্যানেজারের পরিচয় দিয়ে লাখ টাকা অনুদান প্রদানের প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।
কখনো পরিচয় দিচ্ছে অর্থমন্ত্রণালয়ের অ্যাকাউন্ট ম্যানেজার, কখনো পরিচয় দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা বা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা। তেমনি এক প্রতারক চক্রের ফোনকল পান সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট’র সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী।
তিনি জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গতবছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত হয়েছিলেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারে প্রতারক চক্রের ফোন নাম্বার (০১৭৮১-৯১৭২৪৭) থেকে একটি কল আসে। এ সময় আতিকুর রহমান নগরীর কাছে ছাত্র-জনতার আন্দোলনকালীন আহত হওয়ার বিষয়ে জানতে চায় এবং তার ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ টাকা পাঠানো হবে বলে প্রলোভন দেখায়। তবে টাকা পাঠানোর আগে ফোনে বিভিন্ন তথ্য প্রদানের জন্য বলা হয়। তথ্য নেওয়ার জন্য দুটি নাম্বার (০৯৬৬৬-৭৭৭৭৭৭ ও ০৯৬৭৮-৬৬৬৬৬৬) থেকে বেশ কয়েক বার কল আসলেও তিনি রিসিভ করেননি। পরে খোঁজ নিয়ে তিনি দেখেন- ইতোমধ্যে এসব নাম্বার থেকে অনেকেই কল দিয়ে এভাবে প্রতারণা করা হয়েছে।
একইভাবে বৈষম্যবিরোধী আন্দোলন আহত হয়েছিলেন সিলেটপ্রতিদিন২৪.কম এর মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ জাকির আহমদ।তিনি বলেন, কিছুদিন আগে তাকেও একটি নম্বর থেকে কল দিয়ে অর্থমন্ত্রণালয়ের অ্যাকাউন্ট ম্যানেজারের পরিচয় দিয়ে অনুদান দেয়ার ব্যাংকের ভিসা কার্ড ও অনলাইন ব্যাংকিং কার্ড নম্বর ও পিন নম্বর দেওয়ার জন্য বলে। পরবর্তীতে ওই নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওই নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এভাবে আহত অনেকের কাছেও বিভিন্ন সময় প্রতারক চক্র মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচয় দিয়ে অনুদান প্রদানের প্রলোভন দেখিয়ে প্রতারণা চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযোগ তারা পায়নি। কর্মকর্তাদের পরিচয় দিয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে প্রশাসনকে অবগত করার জন্য ও থানায় অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা পূর্বে অনেকবার সবাইকে সতর্ক করে দিয়েছি। এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে কেউ যাতে পা না দেন তার জন্য বলেছি। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচয় দেয় নিশ্চিত তারা প্রতারক। আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন নম্বর ১৬০০০ থেকে যোগাযোগ করা হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। কেউ ব্যাংকের ভিসা কার্ড বা অন্যকোনো অ্যাকাউন্টের পিন নাম্বার চায় তাহলে ধরে নিতে হবে এটা প্রতারক চক্র। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।