মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে ৩৫ প্রত্যশীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যশীরা।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫ নারীদের ৩৭ ও ক্ষেত্র বিশেষ উন্মুক্তের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে তারা এই যাত্রা শুরু করেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা নাগাদ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ৩৫ প্রত্যশীরা। পরে দুপুর ৩টা ২০ মিনিট নাগাদ অবস্থান কর্মসূচি শেষ করে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

এর আগে আন্দোলনকারীরা বলেন, চাকরিতে আবেদনের বয়স সীমা জনপ্রশাসন কমিশনের সুপারিশ অনুযায়ী নারীদের ক্ষেত্রে ৩৭ বছর এবং পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছর বাস্তবায়নের দাবিতে আমরা এই শিক্ষার্থী সমাবেশের ডাক দিয়েছি।

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র ১২ বছরের একটি যৌক্তিক দাবিকে বাস্তবায়ন করার জন্য। আমরা পড়ার টেবিল থেকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। রাষ্ট্র আমাকে বাধ্য করেছে। রাষ্ট্র কর্তৃক সংস্কার কমিশন সুপারিশ করেছিল নারীদের ক্ষেত্রে ৩৭ বছর এবং পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছর বাস্তবায়নের। কিন্তু সেটা কোন অশুভ শক্তির বাধাই সেটাকে ৩২ করা হলো সেটা আমাদের বোধগম্য নয়।

তিনি আরও বলেন, আমরা সংস্কার কমিশনের কাছে বলেছিলাম দেখেন বিশ্বের কোন উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল কোন রাষ্ট্রের মধ্যে আছে দেখেন ৩৫ এর নিচে। তারা বলেছে শুধু পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া কোন রাষ্ট্রে ৩৫ এর নিচে নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যখন উন্নত রাষ্ট্রগুলোকে ফলো করে, তাহলে চাকরিতে বয়সের ক্ষেত্রে কেন উন্নত রাষ্ট্রগুলোকে ফলো করছে না। তাহলে এর মানে কি? এই বৈষম্য রয়েই গেছে।