বৈঠকের আশ্বাসে অবস্থান ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ৩৫ প্রত্যাশীদের বৈঠকের আশ্বাসে অবস্থান ছেড়েছেন আন্দোলনকারীরা।
একইসঙ্গে বৈঠকে বসেও কোন সমাধান না হলে বা বৈঠকে না বসিয়ে কোন টালবাহানা করা হলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানে পদযাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন ৩৫ প্রত্যাশীরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা নাগাদ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ৩৫ প্রত্যাশীরা। পরে দুপুর ৩টা ২০ মিনিট নাগাদ অবস্থান কর্মসূচি শেষ করে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। পরে বিকাল ৪টায় শিক্ষা ভবনের সামনে এলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন ৩৫ প্রত্যাশীরা।
অবস্থান কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা আগামীকালের কর্মসূচি ঘোষণা দিয়ে এসব জানান।
আন্দোলনকারীরা বলেন, সংস্কার কমিটি কর্তৃক ৩৫ এবং ৩৭ এর যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলছে এবং চলবে। কোনভাবেই এই আন্দোলন থামানো যাবে না।
তারা বলেন, আগামীকাল সকাল ১১টায় আমাদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করানোর কথা আছে। যদি আমাদের প্রতিনিধি দলকে দেখা করানো না হয় তাহলে আন্দোলন রাজপথে ছিল রাজপথে আছে এবং রাজপথেই থাকবে।
আগামীকালের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা বলেন, আগামীকাল সকাল ১১টায় আমরা রাজু ভাস্কর্যের অবস্থান নিব। আমাদের ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করিয়ে দিবে। আলোচনায় টালবাহানা হলে সচিবালয় থেকে বের হয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানে পদযাত্রা শুরু করব।