রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামের জিল্লু সরদারের ছেলে মোঃ সাব্বির সরদার (২৬), মিজানপুর ইউনিয়নের গোপিনাথদিয়া গ্রামের আকবর আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম দুলাল (৩৮), উপজেলার বাজিতপুর গ্রামের মোঃ নজরুল পাটোয়ারীর ছেলে মোঃ আলামিন পাটোয়ারী (৩০), কাজীবাধা এলাকার ক্বারী আব্দুল রহমানের ছেলে আইয়ুব আলী মিয়া ও বাড়াইজুরি গ্রামের আজগর শেখের ছেলে মোঃ ইউনুচ শেখ।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, থানা পুলিশ বুধবার অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাব্বির সরদারকে তার বসতবাড়ী থেকে, মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলাম দুলালকে গোপিনাথদিয়া এলাকার নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আলামিন পাটোয়ারীকে বাজিতপুর এলাকার নিজ বসতবাড়ী থেকে থেকে, সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী আইয়ুব আলী মিয়াকে কাজীবাধা এলাকার নিজ বসতবাড়ী থেকে ও সিআর মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইউনুচ শেখকে বাড়াইজুরি নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।