মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পান। পুরো জেলায় পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করার দিকনির্দেশনা দেন। এছাড়া এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বাড়তে পারে সেদিকে লক্ষ্য রাখতে বলেন।

পুলিশ সুপার এ সময় জেলার বিভিন্ন থানার ওয়ারেন্ট জারি, দায়েরকৃত মামলার তদন্ত , মূলতবি মামলা, অপমৃত্যুর মামলা এবং দুর্ঘটনাসহ বিভিন্ন মামলার কার্যক্রম ও অগ্রগতি বিশ্লেষণ করেন।

বিজ্ঞাপন

সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।