বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৫ শতাধিক রোগী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় বেসরকারি সংস্থা হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন (এইচএম বিডি ফাউন্ডেশন) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান কর্নসান, ইএসএ এবং কানাডা ভিত্তিক সংস্থা হিউম্যানিটি এর সহযোগিতায় ‘ক্লিনিক অন হুইলস’ প্রজেক্টের আওতায় শুক্রবার (২৪ জানুয়ারি) সারাদিনব্যাপী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাজা গ্রামে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এইচএম বিডি ফাউন্ডেশন ।

বিজ্ঞাপন

মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ মোট ৭ জন এমবিবিএস ডাক্তার, ৪ জন নার্স, ৪ জন মেডিকেল অ্যাসিসট্যান্ট, ১০ জন ভলান্টিয়ারের অংশগ্রহণে একটি মেডিকেল টিম ৫ শতাধিক নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন রোগীরা। তারা জানান, চিকিৎসা করতে শহর যেতে হয়, খরচও অনেক। ডাক্তার দেখানোর টাকা হলে ওষুধ কেনার টাকা হয়না। আজকে বাড়ির পাশে ডাক্তারদের পেয়ে আমরা খুশি। দোয়া করি যেন তারা এভাবেই আমাদের মতো গরীব মানুষদের পাশে থাকেন।

বিজ্ঞাপন

এইচএম বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. আহমেদ জুবায়ের মাহাদি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে একটি মেডিকেল টিম কাজা গ্রামের কিছুটা দুর্গম এলাকায় প্রতিমাসে একবার আমাদের নিবন্ধিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করবে। এই মেডিকেল টিম এখান থেকে চিকিৎসা নেওয়া রোগীদের বিনামূল্যে ফলোআপ চিকিৎসা সেবাও দিবে। তিনি আরও জানান, সারাদেশের ১০টি নির্ধারিত এলাকায় তাদের এ কার্যক্রম বর্তমানে চলামান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান কর্নসান, ইএসএ এর সিইও মাহবুব আজিজ, কানাডাভিত্তিক সংস্থা হিউম্যানিটির সিইও ফিরাজ আজিজ, এইচএম বিডি ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার নিরঞ্জন চন্দ্র দে, মোবাইল মেডিকেল টিমের ইনচার্জ ডা. বেলায়েত হোসেন প্রমুখ।