৭২ এর সংবিধানে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়: নাসির উদ্দিন

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৭২ এর সংবিধান দিয়ে এ দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়। তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪ এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। মায়েদের কথা, নারীদের কথা থাকতে হবে।’

তিনি বলেন, বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়ায় কেউ যদি বাধা দিতে চায় তবে সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে। বাধা দেয়ার পরিণতি হবে শেখ হাসিনার মতো।

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা- আসুন সবাই ঐক্যবদ্ধ হই। মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও আন্দোলন দমনে সংঘটিত হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে এ সমাবেশ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমাবেশে ছাত্র নেতারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।