রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৮

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি ২৯৮ গ্রাম গাঁজা, ১২৭ পিস ইয়াবা, ৩৪ দশমিক ৩ গ্রাম হেরোইন ও ৪ পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের নামে থানায় ১৩টি মামলা হয়েছে বলেও জাননো হয়।

বিজ্ঞাপন