সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে : পরিবেশ উপদেষ্টা

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফ্যাসিবাদ চলে যাওয়ার পর দেশ গণতন্ত্রে পথে যাত্রা শুরু করেছে। তবে এসময় কোনো পক্ষের অসহিষ্ণু আচরণে যেন তা বাধাগ্রস্ত না হয় সেজন্য শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের নদী গবেষনা ইনস্টিটিউটের ৫৫ তম পরিচালনা বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করে বের করবে এগুলো উস্কানিমূলক ছিল কিনা। এটা মেডিকেট করার আর কোন উপায় ছিল কিনা। আমরা সকলকে আহ্বান করবো ধৈর্য ধরার জন্য। এখন দেশ গড়ার সময়, এখন দেশ না গড়ে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ছি এটা কারো জন্য শুভকর নয়। বিশেষ করে ছাত্র সমাজের উপরে আমরা অনেক ভরসা করি। দেশে থেকে ফ্যাসিবাদ চলে গেছে, গণতন্ত্রের পথে যাত্রার সুযোগ তৈরি হয়েছে । আমরা শিক্ষার্থীদের অভিবাদন জানাই তারা যেন এই জিনিসটা তাদের মাথায় রাখে। গণতন্ত্রের পথে যাওয়া আমাদের জন্য এমনিতেই কঠিন। কোন অসহিষ্ণু আচরণের জন্য তা যেন বাধাগ্রস্ত না হয়। সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে।

পরে তিনি নদী গবেষনা ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন গবেষনা কেন্দ্র পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পানি সম্পদ সচিব মো. নাজমুল হাসান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নদী গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, পানি সম্পদ উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম মারুফ খান, উপ-সচিব মো. মোবাশশেরুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা সহকারী একান্ত সচিব আশিকুর সমী, ফরিদপুর জেলা প্রশাসন মো. কামরুল হাসান মোল্যা, ফরিদপুর পুলিশ আব্দুল জলিল উপস্থিত ছিলেন প্রমূখ।