ভালুকায় তালা কেটে কৃষকের চার লক্ষ টাকার গরু চুরি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় আবুল কাশেম নামে এক কৃষকের বাড়ীর গেটের তালা কেটে চার লক্ষ টাকা মূল্যের ৪ টি গরু নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেন কৃষক আবুল কাশেম।

বিজ্ঞাপন

এর আগে রবিবার দিনগত রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের কৃষক মোঃ আবুল কাশেমের বাড়ি থেকে ৪টি গরু নিয়ে গেছে চোর চক্র।

জানা যায়, রবিবার দিবাগত রাতে গেইটের তালা কেটে বসতবাড়ির পূর্ব পাশে গোয়ালঘর থাকা কৃষক আবুল কাশেমের ৪টি গরু নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তিরা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। খবর পেয়ে সোমবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

কৃষক আবুল কাশেম বলেন আমার ৪টি গরু নিয়ে গেছে চোর। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।