ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শ্বশুর নিহত, জামাই হাসপাতালে
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে খোকন খান (৫০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
এসময় আহত হয়েছেন তার মেয়ে জামাই সুমন শেখ (২৪)। তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, আলফাডাঙ্গা পৌরসভার গোপালপুর রোডে নওয়াপাড়া গ্রামে মমোর গেইটের সামনে সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর গ্রামের মূত তবিবুর রহমানের ছেলে সৌদি প্রবাসী খোকন খান মারা যান।
স্থানীয়রা জানান, জামাইয়ের মোটরসাইকেলে চড়ে শশুর জামাই বাজার থেকে বাড়ি ফিরতে ছিলেন। ঘটনাস্থলেয় বেপরোয়া গতিতে সামনে থেকে ট্রাক চলে আসলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুমন সিটকে রাস্তার পাশে গেলে তার শশুর খোকন খান ট্রাকের নিচে চাপা পড়েন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ট্রাকসহ ট্রাকচালক ঘাতক ড্রাইভার ইমরান ফকির থানায় আটক রয়েছে।
ড্রাইভার ইমরান ফকির পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের হালিম ফকিরের ছেলে। এই দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।