মেহেরপুরে ট্রাক চাপায় শিশু নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহরেপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তাইফুজ্জামান নামের ৯ বছর বয়সী এক শিশু নিহেত হয়েছে। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আরও আহত হয়েছেন নিহতের চাচা মাসুদ্দুজ্জামান (৪০)। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মেহেরপুর স্টেডিয়াম পাড়া থেকে চাচা মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৌবাড়ীয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। শুকুরকান্দি নামক স্থানে পৌছুলে রাস্তার পাশে ইটভাটা থেকে আসা একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়।

এসময় রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় শিশুপুত্র তাইফুজ্জামান নিহত হয়। আহত হন চাচা মাসুদুজ্জামান। অবস্থা বেগতিক দেখে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়দের সহায়তায় মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে বাঁচাতে একটি সিএনজি করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছুনোর আগেই তার শিশুটির মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ট্রাকটি ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।